কথার পিঠে কথা আসে, মেজাজ হয় হারা.............
তুচ্ছ কথায় বিতর্ক করে জাহির করে জ্ঞানের বড়াই!
জ্ঞানী যারা তারা এক ধরনের পাগল।
কোন কিছু প্রকাশ করার আগে জ্ঞান পাপী রা বুঝে না
না বুঝে বিতর্ক করে ।
সাম্রাজ্যবাদ পুঁজিবাদ গোষ্টি তারা ভীষণ ভয়ংকর
স্বার্থের কারনে হেন কাজ নাই করতে পারে না !
লক্ষ্য তাদের স্থির থাকে সুযোগ বুঝে লক্ষ্যে পৌঁছায় ।
হাওয়ায় তো আর জীবন চলে না, আবার সাধু বাক্য
পেট ভরে না, কিছু দিন আগেও খেটে খাওয়া মানুষ
গুলো শান্তি মত দু’বেলা দু’মুঠো পেট ভরে খেতে
তারাই আজ আধা-পেটা খেয়ে আবার উপোষ থাকছে ।
মসনদে বসে আছেন যারা তারাও কোন না কোন শ্রমিক
কৃষক বা ধনী মানুষের সন্তান, তাদের প্রতিবেশী বা যারা
ভোট দিয়ে ঐ মসনদে বসিয়েছে তারা কি-ভাবে দেখছে !
বুঝি না, মনে হয় চোখে কম দেখে বা কানে কম শুনে।
আমাদের নিয়ে যারা গর্ব করে তারাই মনের আনন্দে
পায়ের নীচে ফেলে পিষে মারছে, কি অদ্ভুত তাই না !
কখন আমাদের স্থিরতা আসবে, কখন খাওয়ার চিন্তা
সকালে বিকেলে করতে হবে না! সেই দিনের অপেক্ষায় ?