শরতের সকাল মোরগের ডাক কানে ভেসে আসে
চকিতে ঘুম ভেঙ্গে স্বচকিত হওয়ার চেষ্টায় রত,
দরজা খুলতেই কামিনী ফুলের গন্ধ ধেয়ে আসে ঘরে,  
উঠানে কামিনী গাছে ফুলে সমারোহ………

সু-সুরভিত কামিনী ফুলের গন্ধ ছড়িয়ে পড়ুক
এ দেয়াল থেকে পাশের দেয়াল ছড়িয়ে যায় চারিদিক
কামিনী ফুলের ঘ্রাণ শুঁকে পার করে দিতে চাই
এ জীবন, সম্ভব হলে সারা জীবন।

উচ্ছ্বাস তোমার হাসি আবেগ ময় করে তোলে
কামিনী ফুলের গন্ধের সুবাশের’র ন্যায়,
আমি হারিয়ে যেতে চাই তোমার হাসির ভিতর,
আমি তোমার পায়ে পা মিলিয়ে হাটতে চাই দুরে বহু  দুরে।
পড়ন্ত বিকেলে সোনালী রোদে বা কোন এক কাক ডাকা ভোরে!

কামিনী ফুলের গন্ধে ভরে উঠুক তোমার ঘর
গন্ধ শুঁকে শুঁকে তোমায় খুঁজে পেতে চাই!
যে যাই বলুক, হাসুক তোমার মুখ, সুবাসে ভরে উঠুক
তোমার দেহ-মন, অপেক্ষার প্রহর গুনবো
তাতে আমার কোন কষ্ট নাই।