কালো মেয়ে যে অবাক করা সুন্দর হতে পারে
তোমাকে না দেখলে জানতাম না আমি,
কোকিল কালো, কৃঞ্চ কালো, কালো মেঘের দলা
পাখির নীড়ের মত চোখ দু’টো তোমার
মোন-হরিণীর হৃদয় মেলা!
কবি গুরু র কৃঞ্চ কলি তাঁর চোখের দেখা
আমার চোখে কালো সুন্দরী তুমি হৃদয় নাচন মেলা,
মন-বাগিচায় ধরা পড়েছো অন্তরযামী র দেহে
কালো দেহের পরতে পরতে কামুক আছে মানি
সব কালো কালো নয়, আলো কে যে হার মানায়।
মায়াবী চোখে তোমার চাহনি হৃদয় করে খুন
ঔষ্টে রাঙ্গা বাঁকা ঠোঁটের হাসিতে পুলক জাগায় মন,
শীতল পাটি র মত মোড়া দু-পাটি ধবল সাদা দাঁত
কথার ছলে পাগল কর উর্বশী দেয় ডাক!
প্রথম দেখাতে বুঝিয়ে দিলে কালো মেয়েরা অভিমানী
মান ভাঙ্গাতে বার্তা দিলে আলোর সাথে যম টানে,
মেঘের সাথে মেঘের ঘর্ষণ বৃষ্টির ধারা ভুবনে
রাতের অন্ধকারে বীণা বাজে নূপুর পায়ে নিক্বণ ধ্বনি!