উনুনে কয়লা দাউ দাউ করে জ্বলে
নিজে পুড়ে অন্যকে বাঁচিয়ে রাখে,
ভালবাসার অনল নিভৃতে জ্বলে বুকে
অন্যকে দেখানোর সুযোগ নাহি আসে।
হৃদয় আমার পুড়ে পুড়ে অঙ্গার হয়েছে
বিনি সুতার মালা গলায় ঝুলে আছে,
বুঝে না যে কষ্ট আমার, না বুঝে অন্তর জ্বালা
দিবা-নিশি ভেবে মরি বুঝবে করে আমার জ্বালা।
খর-স্রোতে পড়ে মন হাবু-ডুবু খায়,
কিনারায় দাঁড়িয়ে সে মজা লুটে নেয়
বুঝতে চায় না আমার মন কি চাই ?
মনকে সান্ত্বনা দিলে বিদ্রোহ করে বসে
খোলে না মনের দরজা বাহিরে আমার অপেক্ষা,
ঘৃণা করেও যদি সে সান্ত্বনা পায় মন।
কষ্টের দহনে কেটে যায় সারাবেলা,
রজনী আর ঘুমে খুঁজে তোমার ভালবাসার হাত!
স্বপ্নে খুঁজে আমার মন, তোমায় পাওয়াই ক্ষণ
কবে বুঝবে তুমি ভালবাসি তোমায়।