সংসারের বড় ঝামেলা এখনো ছেলে মেয়ে হলো না
উঠতে বসতে সবার গঞ্জনা বুক ভরা মোর যন্ত্রনা
কাঁঙ্গাল মনের ফকির আমি মনটা কেমন করে
অনেক সাধনার ফসল তুমি বংশের প্রদীপ ঘরে !
মায়ের চোখে নয়নের মনি আদরের ছোট্ট খুকু মনি
অন্ধকারে চিমটি আলো খুকু মনি মুখটি তোলো
নূপুরের শব্দ মায়ের কানে ভবিষৎ’র দিনটি গুনে।
শ্বশুর বাড়ী বাপের বাড়ী গল্পের গোড়া বংশের বাতি
যেই দেখে তাকিয়ে থাকে মুচকি হেসে প্রশ্ন করে
বুকের কষ্ট বুকে লুকিয়ে হাসি মুখে সবার সাথে মিশে
আরশিতে নিজেকে দ্যাখে ঘাটতি কোথায় খুঁজে ফিরে।
যৌবন ভরা দেহ আমার আদরের খামতি নাই।
দিবা নিশি জ্বলছি আমি স্মরণ করি নিয়তিকে দুষি তাই
হঠাৎ একদিন সৃষ্টিকর্তার ইচ্ছায় খুকু মনির খবর পায়
সকল যন্ত্রনার মুক্তি হলো সংসারে আনন্দ ফিরলো।