সারাটা দিন চলে গেল কেউ খোঁজ খবর নিলো না
আজ আট দিন হলো আমার করোনা ধরা পড়েছে,
কি যে দুঃসহ সময় যাচ্ছে আমার বলে বোঝাতে পারব না।

সেই ছোট বেলা থেকে আমি একা,
জীবনের ভাল মন্দ একাই সামাল দিয়ে
আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছি,
ভালবেসে বিয়ে করলাম কিন্তু
মনের কষ্ট দুঃখ গুলো কখনো জানাতে পারিনি ।

বুকের ভিতর কি যে জ্বালা কাউ কে বলতে পারি না,
দম আটকিয়ে আসে নিজে কে নিজে সামাল দিয়ে এসেছি,
অসহ্য যন্ত্রনা সহ্য করতে না পেরে একবার হার্ট-অ্যাটাক হয়ে গেছে।
বিধাতার আশীর্বাদে বেঁচে আছি।

দু’চোখে যখন দেখি অন্যায় অবিচার মেনে নেয়া কষ্ট হয়,
নিজের লোকে দের কাছে পাওয়ার আশা করি না,
তবুও আমি তো মানুষ মন তো খারাপ হয়,
আবার ঘুরে দাঁড়াতে চেষ্টা করি।  

আমার স্ত্রী সন্তান পরিবারের সকল কে খুব ভালবাসি,
আমি ওদের মাঝে বেঁচে আছি,
তাই তো অপমান তাচ্ছিল্য কে মনে রাখি না।

(কবিতা খানা ৩১.০১.২২ ইং তারিখ লেখা)