গাভীর গর্ভে জন্ম নিয়ে
গরু কখন ও ছাগল হয় না
ছাগল ও হয় না গরু !
বেলি কখন ও শিউলি হয় না
তেমনি হয় না মাধবী লতা !
যে শিশু জন্ম নেয় পিতৃপরিচয়হীন
সে যদি জারজ শিশু হয়,
সময়ের ব্যবধানে জন্ম পরিচয় বদ্লায়
সে কি জারজ শিশু নয় ?
মায়ের গর্ভে জন্ম নিয়েছে যদি
মানুষ তুমি কেন মানুষ নও !
মানুষ, তোমার সৃষ্টির দোহায়
জন্ম সূত্রে তুমি মানুষ হও।