মানুষ কত কিনা করছে, একটু ভাল থাকার জন্য
ভাল থাকাটা কি এত সহজ!
মানুষ মনে করে তুমি ভাল আছো কিন্তু আমি কেন
খারাপ আছি; ঝগড়া।
জমির সীমানা নিয়ে ঝগড়া, রাস্তায় চলতে গিয়ে অন্য
জনে দেয় ধাক্কা লাগে ঝগড়া!
অন্যায় করে মারমুখী হয়, লেগে যায় ঝগড়া ।
ছেলে মেয়েদের মেলামেশা নিয়ে লাগে ঝগড়া, কার
কত সম্পদ আছে তা নিয়ে লাগে ঝগড়া !
বউ’র সাথে বউ’র তুলনা করে লেগে যায় ঝগড়া।
মরার পরে জানা জায় কত লোক হয়েছিলে এই নিয়ে লাগে
ঝগড়া, মনুষ্যত্ব, মানবিকতা, দায়িত্ব, দায়িত্ববোধ ও কর্তব্য
নিয়ে কই ঝগড়া লাগে না তো!
গোপনে পরের সম্পদ চুরি করে একে অপরের সাথে
পরামর্শ করে, ঝগড়া র বালাই নাই!
রাতের অন্ধকারে যুক্তি করে অসামাজিক কাজ করে
কই ঝগড়া লাগে না তো!
স্বার্থ, ক্ষমতা, অর্থ কম বেশী হলেই ঝগড়া লেগে যায়
কেন ? সাধারণ মানুষের কাছে প্রশ্ন!