তোমাকে কাছে পেতে উদগ্রীব আমি
জৈবিক চাহিদায় পাগল হয়ে উঠেছি,
কেন তুমি আমায় বুঝো না।
যৌবন রসের তরঙ্গ বিচলিত করছে আমায়,
নিয়ন্ত্রণের বাঁধ ভাঙ্গা।
রসের জোয়ার স্রোতে ভেঙ্গে করছে চুরমার,
নিয়ন্ত্রণের চেষ্টা টুকু করছো না !
মানব সৃষ্টির পর থেকেই অমৃত সুধার
ইতিহাস সকলে তা জানে,
ধরার মাঝে মানবের বিচরণ বংশ বিস্তারে,
এ সুখ বন্ধ হয়ে গেলে পৃথিবীতে মানুষের
অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
বিধাতা প্রদত্ত মানব তার উপলক্ষ্য মাত্র,
ভজিলে দেহের জ্ঞান, পাইবে মানিক ধন।
সাঙ্গ হলে দেহের জোয়ার খুঁজিলে ও পাইবে না আর,
সময় গেলে আবসুস্ হবে, জীবন হবে অন্ধকার,
সময় থাকতে রসের ব্যবহার শান্তি পাবে বার্ধক্য র পর,
স্বর্গের রস নরক হবে, জীবন হবে ছার খার।
দেহের পাখি উড়ে যাবে, খাঁচা তখন শূন্য রবে
দ্বিতীয় বার মানব জনম হবে না তো আর,
আবসুসের মায়ের কান্না, সে তো আর ফিরবে না
রসের কলস ফুরিয়ে গেলে জোয়ার আর আসবে না।