হরতাল, রাজনৈতিক দাঙ্গা, বর্হিঃশক্রর আক্রমণ নয়,
তবুও সরকার অলিখিত সারা দেশে কার্ফু জারি করেছে,
দোকান পাট, স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়, ব্যবসা বাণিজ্য,
কল-কারখানা, সরকারী বেসরকারী অফিস আদালত বন্ধ।
কারন কি ! আপনারা বলতে পারেন, মরনব্যাধী করোনা
ভাইরাস জার্ম বাতাসে উড়ে বেড়াচ্ছে, জরুরী সেবা
খাদ্য সামগ্রী,ঔষধের দোকান, হাসপাতাল খোলা রাখা
হয়েছে, শুধু প্রাণে বেঁচে থাকার জন্য।
এই ভাইরাস খুবই বিপজ্জনক একজনের ব্যবহার্য
জিনিষ পত্র অন্য জন ছুঁলেই আক্রান্ত হতে পারে,
ভালবাসার আলিঙ্গন করতে পারবে না, সামাজিক দূরত্ব
বজায় রেখে চলতে হবে, নির্দিষ্ট সময় পর পর হাত
সেনিটাইজ করতে হবে, মুখে মুখোশ পরতে হবে,
তবেই আক্রান্তের হাত থেকে বাঁচতে পারে !
কি অদ্ভুত তাই না, প্রকৃতির সাথে যেন যুদ্ধ বিরতির
চুক্তি হচ্ছে, অলিখিত কার্ফু ! জানিনা এই ভাইরাস কত
দিন ধরায় বিচরণ করবে! নিয়ম মেনে চললে হয়ত
পৃথিবী এই রস, রূপ, প্রকৃতির সাথে মেলা মেশা করে
বেঁচে থাকতে পারব,
সবাইকে পালন করার জন্য আবেদন।
(করোনা কালীন ০৬.০৮.২১ ইং তারিখ কবিতা খানি লেখা হয়)