বুকের গহীনে ঘণ্টা বেজে উঠল
তোমাকে দেখার পর,
কেন এত অস্থিরতা, কেন এত বিচলিত মন
ভাবছি বসে সারাক্ষণ,
ভালবাসার টিয়া পাখি আস তো ঘুরে ঘুরে
মাঝে মধ্যে কথা বলত আবার যেত ফিরে
বিচ্ছেদের জ্বালা কত বড় জ্বালা
মুখে যায় না বলা!
অন্তর আমার পুড়ে ছাই, দেহ হয় কালা
জীবন আমার বল্গা হরিণ বাঁধব কেমন করে
প্রেমের নায়ে পাল তুলেছি তুমি বসবে পাশে
প্রেমের জ্বালায় অন্তর জ্বলে, জ্বলে তুষের আগুন
পানিতে নিভে না আগুন জ্বলে উঠে দ্বিগুণ
তোমার আসে বসে আছি ভবের দুনিয়ায়
তুমি, ছাড়া জীবন বৃথা শুধায় অন্তরে,
বন্ধু দেখা দাও আমারে,
মন যে উদাস করে।