সময়ের স্রোতে হারিয়ে যায় ঘটনা
ভাল আর মন্দের রয়ে যায় স্মৃতি,
জীবন চলমান বহতা নদী থেমে থাকে না
নদীর ঢেউ আছে, বাঁক আছে, আছে জীবন চক্র,
অপেক্ষা করে না সময়ের মত, স্মৃতির পাতা ধুসর ।
জীবন চক্রের বাঁকে বাঁকে ভাল মন্দের মেলা
একেলা বসে ভাবী যখন ফেলে আসা ভেলা,
চরনের গতি মন্থর হয় কালের বিবর্তনে
সুখ স্মৃতি দোলা দেয় অন্তর খাঁচার স্মরণে
ঢেউ কে ঢেউ দোলা দেয় নাগর দোলার মত
জীবন চক্র ঘুরতে থাকে পৃথিবী ঘোরার মতন।
কালের গর্ভে স্মৃতি বিলীন হবে বিবর্তনে র ধারায়
ইতিহাসের পাতায় জায়গা হবে না মোর
শুরুতে আলোচনায় থাকে ধুসর হবে মরন,
দেহের ঘড়ি বন্ধ হলে থমকে যাবে জীবন !!