শীত কাল পড়ন্ত বিকেল কুয়াশাচ্ছন্ন পরিবেশ
শুকনো নদীর কিনারায় মানুষের অবকাশ যাপন,
যে যার মত সকলে আনন্দ করতে ব্যস্ত।

নিত্য দিন নব-দম্পতি প্রেমিক প্রেমিকার আগমন ঘটে
সকলের চোখে মুখে আনন্দ অনুভূত হচ্ছে!
নগরায়ন জীবনে মানুষের ব্যস্ততা বিরতিহীন চলা,
নিজের জন্য সময় নাই বললেই চলে!
সাপ্তাহিক ছুটির দিনে যান্ত্রিক জীবনে মনের বন্ধ
দুয়ার গুলো খুলে আলো কে আলিঙ্গন করে।

বর্ষাকাল নদীর বুক পানিতে টইটম্বুর উথাল পাথাল ঢেউ,
জেলে, নৌকা, নদী তার যৌবন কালে ফিরে
মেঘলা আকাশ ঝিরি ঝিরি বাতাস, ঢেউ র শব্দ, নদীতে
ভাঙ্গনের সুর অগ্নি রূপ ধারণ করে।

মানুষের প্রত্যাহত জীবন, নগরায়ন জীবনে সবাই
এত ব্যস্ত যে, চলমান জীবনের স্বাভাবিক চাহিদা গুলো
কাজের চাপে, বেঁচে থাকার তাগিদে কখন জীবন থেকে
হারিয়ে যায় নিজেরাই জানে না। তবে জীবনের প্রতিটি
মুহূর্ত উপভোগ না করলে জীবনের চলার পথ বৃথা।