স্বাধীনতা যুদ্ধে শহীদ ব্যক্তিদের
কথা শুনতে খুব ইচ্ছে করে, তাদের মুখে
তাদের অনুভূতি জানতে ইচ্ছে করে!
শক্রদের সাথে সম্মুখ যুদ্ধে গুলি চালানো
হঠাৎ একটা বুলেট শক্রদের দিক থেকে
ছুটে এস তোমাদের বুকের ভিতর প্রবেশ
করে বেরিয়ে গেল, তোমার কেমন লেগেছিল
তুমি নিশ্চিত হয়েছিলে এই পৃথিবীতে
তোমার আর আসা হবে না, তোমার মা বাবা
স্ত্রী ও ভাই বোন প্রতিনিয়ত আর ডাকবে না
কি মনে হয়েছিল তোমার জানতে ইচ্ছে করে!
তোমার চোখ, তোমার নিঃশ্বাস, তোমার কথা
বলার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে আসছিল
তোমার কেমন লেগেছিল, জানতে মন চায়!
কেন জানতে ইচ্ছে করে জান!
যুদ্ধের সময় আমি খুব ছোট, শক্র, দেশ,
স্বাধীনতা, মাতৃভুমি, পতাকা এ সব কিছুই
বুঝতাম না! মায়ের কাছে গল্প শুনেছি, বাবার
অভিজ্ঞতা শুনেছি, বিভিন্ন লেখকের গল্প পড়ে
অনুভব করেছি, নিজের ভিতর চেতনা জাগে
ইচ্ছে জাগে আমি যদি তখন বড় হতাম,
তাহলে নিশ্চিত যুদ্ধে যেতাম।
কিন্তু একটা অতৃপ্তি থেকেই গেল,
তোমরা যারা শহীদ হয়েছ দেশের জন্য,
জীবন উৎসর্গ করেছো আমাদের জন্য, আমরা
তোমাদের মুখ থেকে কিছুই জানতে পারলাম না।
আমি তোমাদের খুব ভালবাসি, খুব ভালবাসি,
তোমরা কি শুনতে পারছ!