আমি হাজির হয়েছি তোমার দরজায়
অপেক্ষা, তোমার দরজা খোলা,
আমি চোর স্বীকার করছি, চুরি করেছি তোমার মন!
আকাশের ও অভিমান হয়, যখন জমে আকাশে মেঘ,
মেঘের সাথে মেঘের ঘর্ষণ ঝরে বৃষ্টির ধারা,
ধরায় পড়ে আলিঙ্গন করে কাদা মাটির খেলা।
স্বপ্নের মাঝে হাজারো অপ্সরা হাতছানি দিয়ে ডাকে,
তোমার বদন হৃদয়ে রতন রেখেছি যতন করে,
ফিরিয়ে দিয়ো না আমায়!
সময়ের সাথে সেকেন্ডের প্রেম, সেকেন্ডের সাথে মিনিট,
ঘণ্টা বাজে মিলনের সাথে,উন্মাদ হয়ে উঠে প্রেম,
আমি জানি দরজার ওপারে তুমি!
মনের সাথে যুদ্ধ করেছি বহুবার,পারিনি ভুলতে তোমায়,
হিয়ার মাঝে ঘাপটি মেরে লুকিয়ে ছিলে
চেতনায় দেখিনি একবার !
ছেড়ে তোমায় যাবনা আমি দেহে থাকতে প্রাণ,
প্রেমের অনলে পুড়ে হয়েছি ছাই, দাঁড়িয়ে আছি
মৃত্যুর দরজায়, খুলে একবার দেখ তাই।