ফুল গাছ কে বলছি, তোমার এত হরেক রং’র ফুল ফোঁটার কি দরকার!
কার মন জয় করতে চাও ?
উত্তরে বলছে, আমি তো নিজের জন্য ফুটি না, তাহলে!
আমি সর্বস্ব বিলিয়ে দিতে চায় অন্যের জন্যে, তাতেই আনন্দ !
ফুল যখন শুকিয়ে ঝরে পড়ে মাটিতে,
ঠিক তেমনি মানুষের জীবনের চাওয়া-পাওয়া গুলো
এভাবে শুকিয়ে ঝরে পড়ে মাটিতে!
সূর্য চারিদিকে আলো ছড়িয়ে আনন্দ পায়
হিংসায় মেঘ কালো চাদর দিয়ে ঢেকে রাখে,
সত্যকে কি কখনো মিথ্যা দিয়ে ঢাকা যায়।
ফুল মানুষকে আনন্দ দেয় পরিবেশ কে সৌন্দর্য মণ্ডিত করে তোলে,
শুকিয়ে গেলে ফেলে দেয়,
ঠিক তেমনি মানুষ বুড়ো হলে সংসারে বেশী হয়ে যায়
ইচ্ছাকৃত, নাকি ঘৃণায় বুঝে উঠতে পারছিনা।
কিন্তু আমি যে বেহায়া আমার লজ্জা স্মরম নাই
আমি অপেক্ষার দরজায় দাঁড়িয়ে থাকবো
আমার কোন অভিমান নাই! ওরা যে আমার আপনজন।