ক্ষণিকের জন্য বেড়াতে এসেছি তোমাদের গাঁ
কেন! তুমি পাশ দিয়ে হেঁটে গেলে,
তোমার শরীরের ঘামের গন্ধ পাগল করে
তুলেছে আমায়,
তোমার প্রাণ ছোঁয়া মিষ্টি হাসি হৃদয়ে আঘাত
করেছে আমায়,
তোমার শরীরের প্রতিটি অঙ্গ ব্যাকুল করে
তুলেছে আমায়,
এলো কেশে পড়ন্ত বিকেলে তোমার পথ চলা
চিলে কোটায় দিয়েছে দোলা,
তোমার ছেড়ে দেয়া শাড়ীর আঁচল বাতাসে
ভাসিয়ে নিয়েছে আমায়,
আমার শরীরের শিরা-উপশিরায় কি করলে তুমি
রক্ত চলাচলে বাধা!
হৃদয়ে আমার এত ব্যাকুলতা কেন?
তোমাকে দেখার পর! একি ভালবাসা না পর ?