হতাম যদি প্রজাপতি উড়তাম ডানা মেলে
ঘুরে দেখতাম জগত টাকে দু’নয়ন খুলে,
সাগর নদী পাড়ি দিতাম হাওয়ার সাথে মিলে
দূর-দিগন্তে ঘুরে বেড়াতাম বাধা বন্ধন ঠেলে,
বন্ধু হতো ভিন দেশী অনেক ছেলে মেয়ে।
দেশের কথা বলতাম তাদের প্রাণ ভোমরা খুলে
স্বাধীনতার গল্প করতাম, সাথে ভাষার কথা,
জীবন দিয়ে দেশ রক্ষা, রক্ত দিয়ে ভাষা
মা বোনেরা ইজ্জত হারায় পাক-হানা দের কাছে
তবুও তারা আপোষ করেনি পাক সেনা দের সাথে।
কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী আর বিজ্ঞানী দের কথা
গল্পের ছলে বলতাম তাদের না বলা অনেক কথা,
ছয় ঋতুর বাংলাদেশ এ যে ভুবন ভরা
চারিদিকে সবুজ মাঠ গাছ পালাতে ঘেরা।
গানের মানুষ প্রাণের মানুষ লালন ফকির যেমন
ভাটিয়ালী জারি সারি আছে কবি গান,
দেশের গানে মন পাগল এ যে নাড়ীর টান
ভিন্ন ধর্মের মানুষের বাস বাংলাদেশের প্রাণ,
সবাই মিলে দেশের কাজে বিলিয়ে দিবে প্রাণ।
অতিথি পরায়ণ দেশের মানুষ আনন্দ ভরে করে
অল্প সময়ে আপন করে জড়তা নাহি থাকে,
হতাম যদি প্রজাপতি উড়তাম ডানা মেলে।