হতাশায় আতংকিত-১৮.০৭.২৪ ইং
সত্য কে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলার
লোকের বড় অভাব বর্তমান সমাজে
কোন ঘটনা ঘটলে না জেনে না বুঝে মন্তব্য
মন্তব্য করার লোকের কোন অভাব পাবে না।

আমাদের মত গাধা দের হলো বড় সমস্যা
হজম করতে অনেকটা সময় লেগে যায়
যাকে বিশ্বাস বা ভরসা করি সেই সুযোগ নেয়
মাঝে মাঝে মনে হয় নির্বাসনে জঙ্গলে চলে যায়।

কোটা পদ্ধতি আন্দোলনে আরো বেশী হতাশ
নতুন প্রজন্ম যাদের নিয়ে আমাদের গর্ব
তাদের জ্ঞানের গভীরতা, ধৈর্য, কৌশল বক্তব্য
সব আবেগ পুর্ন বয়স আমাদের মত হলে তারা
তাদের সন্তানদের কি শিক্ষা দিবে !

শুধু ওদের উপর দোষ চাপিয়ে দায়িত্ব এড়ানো
এটাও ঠিক নয়, অভিভাবকেরা কি কখনো দেশ,
জাতি, মুক্তিযুদ্ধ ভাল মন্দ বুঝানোর চেষ্টা করেছি
না অসুস্থ প্রতিযোগীতায় মদত দিয়েছি !

বর্তমান কোটা পদ্ধতির আন্দোলন ভবিষ্যৎ’র
আশংকা আদ ও কি বাংলাদেশ নিজের ঐতিহ্য
ভবিষ্যৎ এ মাথা উঁচু করে লাল সবুজের পতাকা
উড়বে নাকি পরাধীন তার বেড়া জালে হারিয়ে
যাবে ! ভেবে দেখা দরকার।