আমাকে বাড়ীর লোকজন ঘৃর্না করে
বাল্যকাল থেকেই জানি!
কিন্তু এত ঘৃর্ণা করে জানা ছিল না।

বাড়ীর যাঁকে আমি আদর্শ বলে মানি
সেই আমাকে এত ঘৃর্না করে বুঝে উঠলাম তাঁর মৃত্যুর পর,
শুধু ঘৃর্না করে থেমে থাকেনি, অন্যদের ও অভ্যস্ত করে তুলেছে,
নিজের সুবিধার আশায়।

যাদের কোলে পিঠে বড় হয়েছি তাদের ঘৃর্ণা করি কি করে,
শত অত্যাচারের পরও আমি সকলকে ভালবাসি
তাদের ভুলে গেলে আমার অস্তিত্ব বৃথা।

হৃদয়টা আঁকু পাঁকু করে একটু কথা বলার জন্য!
কত না চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু কেউ মোবাইল ধরে না,
মনে হয় অনিচ্ছাকৃত ধরে না !