হাই-ওয়ে রাস্তার উন্নয়নের কাজ চলছে
দীর্ঘ দিন ধরে সামনে আরো বেশ সময় লাগবে,
পথচারী চলাচলে বড় কষ্ট যা প্রকাশ করা কঠিন!

তবুও মানুষ সেই পথ দিয়ে আবার যাতায়াত করে
জীবন থেমে নাই দূর থেকে তাকিয়ে দেখি
একটার পিছনে একটা যানবাহন লেগে আছে
রেলের বগির মত!

জীবন আর মৃত্যুর মধ্য দিয়ে নাগর দোলায় দুলছি,
আমাদের শেষ ঠিকানা কোথায় জানার পরও
প্রতিযোগিতা থেকে ফিরে আসি না!
যেন অনন্ত কালের জন্য শুরু করেছি!

কাঁকড়া জানে সে মা হলে জীবনের প্রদীপ নিভে যাবে!
তবুও সে মা হতে আগ্রহী বা মা হয়,
নতুন কাঁকড়া জন্ম দেয়ার অপেক্ষায়।