প্রতি বছরের মত ফিরে আসে
বিজয়ের মাস ডিসেম্বর,
সদ্য জন্ম নেয়া পৃথিবীর মানচিত্রে
নতুন দেশ বাংলাদেশ,
ভূ-খণ্ড অতি ক্ষুদ্র কিন্তু ইতিহাস লম্বা
১৯০৫, ১৯৪৭, ১৯৫৪, ১৯৬৫, ১৯৬৯
১৯৭১ তারা তখন কোথায় ছিল !
যারা ইতিহাস স্বীকার করে না তারা বাংলাদেশী নয়
যারা মুক্তি যুদ্ধের বীভৎস দিন গুলি স্মরণ করে না
তারা এ দেশের নাগরিক নয় !
যারা দুই লক্ষ মা বোনের সম্ভ্রম বিসর্জন, তিরিশ লক্ষ শহীদ
আঙ্গুলের ঘষা আর মুখের বুলি দিয়ে ভুলা তে চায়
তাদের পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ হয় !
বাংলার মাটির প্রতিটি ইঞ্চি তাজা রক্তের বিনিময়ে অর্জন
এ দেশে খেয়ে এ দেশে পরে দেশের সাথে বেঈমানী
কোন কিছুর বিনিময়ে হতে দেয়া যাবে না !
জীবন থাকতে না,
তথাকথিত বিপ্লবী রা হাসছ হেসে নাও
সামনে দিন আসবেই কড়াই গন্ডায় সব হিসাব দিতে হবে।