মনে অনেক কষ্ট.....................
আজ মুখোমুখি প্রেম ও ভালবাসার গল্প শুনা তে পারছিনা,
ছাত্র জীবনে লিখা পড়ার পাশাপাশি চুটিয়ে প্রেম করেছি!
সময় পেরিয়ে বাস্তবের মুখোমুখি ডাল ভাতের নিশ্চয়তার
হারিয়ে ফেলেছি অন্তরঙ্গ ডায়ালক বাস্তবের কষাঘাতে
ভালবাসা প্রেমের পরাজয়, গেছে ছেড়ে ধন-দৌলতের কাছে!
বাস্তবের জীবন ঘড়ি উল্টো পথে চলে
কর্মের খোঁজে দৌড়ায় আমি, অর্ধ-চন্দ্র পায় সাথে।
একবার পড়ি আর একবার উঠি!
স্বপ্ন দেখি মনে ! সময় চলে যায় আগে আগে
পিছে চলি আমি সাঙ্গ হলো কর্ম খোজা।
পয়সা হলো কম, জীবন চলে আধা পেটা খেয়ে,
নীড় কোথায় জানিনা।
অবহেলা অযত্নে চলে জীবন, কাছের মানুষ
তাকিয়ে দেখে কোন প্রকার সাহায্যের হাত বাড়ায় না।
অন্তরাত্মায় জমানো স্বপ্ন গুলো কখনই চাপা থাকে না।
কিন্তু বাস্তবতায় স্বপ্ন গুলো এখন ক্ষতিকর জীবাণু!
প্রেমিকার কোলে মাথা রেখে কি সুখ পেয়েছিলাম,
তুমি এখন দোষ গুন খুঁজে ফিরছো।
অন্ধকার আর বন্ধ দু’চোখে, আজও বন্ধ রয়ে গেল
প্রতিদিন তোমার ঘূর্না আর ল্যাঞ্জনায় সুখ খুঁজে নেয়।
কষ্ট আর ভালবাসায় চলে যাচ্ছে জীবন,
হয়তো পরাজয় আমার তোমার সাথে দেখা হবার আশায়।