তুমি আমায় ভালবাস আর নাই বাস
আমি তোমায় ভালবাসি!
আমার রং তুলিতে, তোমার ছবি এঁকেছি।
তুমি আমায় দেখেছো কি দেখোনি
আমি তোমায় দেখেছি!
তোমার চোখের অবুঝ চাহনি
আমি বুঝেছি।
আমার অপেক্ষায় থাকো কিনা না থাকো
আমি অপেক্ষায় থাকি!
তোমাকে পাওয়ার আশায় আমি
ধৈর্যের পরীক্ষা দিয়ে চলেছি।
তুমি আমায় মনে রাখবে কি রাখবে না
আমি মনে রেখেছি!
শ্বাস-প্রশ্বাসে তোমার স্মৃতি
হৃদয়ের ক্যানভাসে ভেসেছি।
তুমি আমায় বুঝো আর না বুঝো
আমি তোমায় বুঝেছি,
আমার হৃদয়ের ভালবাসা তোমায়
শত ভাগ দিয়েছি।