বুকে অনেক সমস্যা নিয়ে ঘুরে ফিরে চলছি
যতই আমি দায়িত্ব সচেতন হই ততোই আমাকে
দায়িত্বহীন করে ফেলা হয় !
কিন্তু কি করব বলুন নিজে দায়িত্ব নিয়েছি যে।
জরুরী কোন কিছু বললে যাকে বলা হয় সে তো ভাবে
কাজটা আমার নয়, যে বলছে তার কাছে জরুরী !
এভাবে চলছে জীবন যতদিন চালানো যাই।
মোবাইলে ভ্রমণ করি বাস্তবে নয়, নিজের আনন্দ
নিজে খুঁজি সেটা অন্যায় নয় ! ভ্রমণে বাধা পড়বে
বলে আমার ভুবনে চাই না অন্য আর !
ইচ্ছে করে না শুনা র ভান করি, ভবের জীবনে
আনন্দ পাই না, হতাশার গহ্বরে তলিয়ে গেছি
মাঝে মধ্যেই ছেড়ে যেতে ইচ্ছে করে ভবের জীবন।
মানুষ বড় স্বার্থপর প্রাণী, নিঃস্বার্থ করে না কিছু জানি!
আশায় আশায় দিন চলে যাই
নিত্য ভাবি নতুন জীবন...................!