রাত গভীর হয়ে আসছে নিজেকে একা লাগছে
কি আশ্চর্য! চারিদিকে ঘুট্ঘুটে অন্ধকার,
আমি আমাকে দেখতে পাচ্ছি না কেন ?
জীবনের প্রদীপ কি ধীরে ধীরে নিভে যাচ্ছে!
অন্ধকারে একা টুলে বসে আছি,
অতীত আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
একাকীত্ব অক্টোপাসে র মত ঘিরে ধরেছে ,
একদিক আলগা করলে অন্যদিকে চেপে ধরে
বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা কিন্তু!
ওরা আমায় কিছুতেই ছাড়ছে না কেন?
অন্ধকার আমায় প্রশ্ন করে, বাতাস আমায় প্রশ্ন
করে, জোনাকিরা আমায় প্রশ্ন করে, বিবেক আমায়
প্রশ্ন করে! আহা হা চারিদিক থেকে প্রশ্ন করলে
উত্তর দিব কি ভাবে ? কেন!
আমাদের ফেলে আসার সময় তোমার মনে প্রশ্ন
জাগে নি, না না প্রশ্ন জাগে নি। আমার বয়স তখন
কম, পুরাতন কে ভেঙ্গে নতুন সৃষ্টিতে উন্মাদ, তুমি
কি এখন পুরাতন নও! বিবেক, আমি তো আগের
সময় ফিরে যেতে পারবো না, তবে কথা দিচ্ছি,
নতুনের মাঝে পুরাতন কে রাঙ্গিয়ে তুলবো।
দরজা খোলার শব্দে ঘুম ভেঙ্গে গেল, দেখি
বিছানায় শুয়ে একা সমস্ত কিছু এলোমেলো।
(নোটঃ দেখতে দেখতে ৭০০ কবিতার ঘরে প্রবেশ করলাম।)