নদীর নাম গুমানী
দেখছি তার ফুটানি,
শুকনো কালে জল নাই
বর্ষাকালে ভরা,
স্রোতের টানে জল ঘুরে
নৌ কায় থাকে ভরা,
শুকনো কালে নাঙ্গল চলে
ফসল ফলে বুকে,
অল্প স্বল্প জল থাকে
সেচের কাজে আসে,
নদীর পারে গরু চরে
রাখাল বাজায় বাঁশি,
বর্ষাকালে দিনে রাতে
মাছ ধরতে জেলেরা আসে,
জাল ফেলে নৌ কায় বসে
মনের হরষে হুক্কা টানে,
কুমার পাড়ার কুমারের দল
শিল্পী মনে হাসে,
গ্রাম থেকে গ্রামান্ত রে
মন ছুটে দুরে
সাঁঝের বেলায় ঘরে ঘরে
সলতে বাতি জ্বলে,
মধ্যরাতে ভাঙ্গনের শব্দ
কানে ভেসে আসে
নদীর পাড়ের মানুষ গুলো
আতংকে বসবাস করে ।