অফিসের কাজে তিন দীঘি গ্রাম ঘুরে এলাম
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়
চমৎকার একটি গ্রাম চারিদিক সবুজ শ্যামলে ঘেরা
ফসল ভরা মাঠ আর শীত কালীন শাক-সবজি!
আশ্বিন মাস শীতের কোন লক্ষণ নাই,
তবে রোদের তীব্রতা চৈত্রী মাসের খরার মত
যেন গা পুড়ে যাচ্ছে!
ফসলের মাঠ ভিতর দিয়ে আঁকা বাঁকা সরু মেঠো পথ
চলে গেছে সাপের মত দূর থেকে দুরন্তরে ।
ধান ক্ষেতের মাঝে দাঁড়িয়ে দেখি চারিদিক সবুজ,
ছোট ছোট ঘর বাড়ী, অজস্র বহু জাতীয় গাছপালা
আকাশ পানে তাকিয়ে হরেক রকমের পাক-পাখি
সাদা বক ঝাঁকে ঝাঁকে উড়ে যায় মাথার উপর
হেলে পড়া পড়ন্ত বিকেল, বাংলার গ্রাম আমাকে
বিমোহিত করেছে, নাড়ীর টানে।
বর্ণনা করা কঠিন শুধু নিজেকে হারিয়ে খুঁজেছি!
গ্রামের নাম তিন দীঘি হলেও কোথাও কোন দীঘি নেই
কৌতূহলে জিজ্ঞাসা করতেই মুরুব্বী বলে উঠে
বহু-বছর আগে তিন দীঘি জমিদারের নামে এ গ্রাম
জমিদারের কোন বংশধর নেই তবে গ্রামের নাম আছে।
(কবিতা খানা গত ০৯।১০।২০২১ ইং তারিখ লেখা)