জৈষ্ট্য মাসে ভিশন গরম জীবন বাঁচানো দায়
খড়ের গাদায় করছি কাজ ঝরছে ঘাম তাই,
মেয়ে হয়ে জন আমার ফুটবলের জীবন
বাপের বাড়ী তে পরগাছা নিজের ভুবন নাই !,
বিয়ের পর শ্বশুর বাড়ী তে হলাম পাহারাদার
শ্বাশুড়ী আমায় উঠতে বসতে অলোক্ষি যে কয়,
মনের কষ্ট মনে রাখি মুখ বুজে কাজ করি।
ছেলে মেয়ে জন্ম দিয়ে হলাম আমি মা,
শরীর চিপে মানুষ করলাম বিপদ ছাড়ে না
ছোট খাটো ভুলের জন্য শ্বাশুড়ী ছাড়ে না,
শ্বাশুড়ীর কথা কানে নিয়ে স্বামী ছাড়ে না।
ফুটবল খেলায় খেলোয়াড় থাকে, থাকে খেলার মাঠ,
একটা বল কাড়া কাড়ি করে করছে বাজিমাত।
বাড়ীর বউ খেটে মরে কেউ রাখে না খোঁজ,
চুন থেকে পান খসলে সবই বউ’র বোজ
বাপের বাড়ী নিতে এলে দেনা-পাওনার দোষ!,
স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়,
মেয়ে হয়ে জন্ম নেয়া কপালে জুটে ছাই
স্বামী মরলে বিধবা আমি শ্বশুর বাড়ীর অতিরিক্ত
ছেলে মেয়ে কেউ ছাড়ে না শুরু হয় কষ্ট!,
মেয়ের কপাল মেয়েরা ভাঙ্গে বাঁচার ইচ্ছে নাই
মরার পরে সব ই শেষ স্মরণ করে না কেউ !