কুলের বন্দী কালের গর্ভে
আমি বন্দি ভালবাসার ফাঁদে
তুমি বন্দি মনের চিন্তার বাঁকে
সময় চলে যায় সবাইকে ছেড়ে।
ভাবের ভাবুক অন্তর দহনে
রক্ত ক্ষরণে পিত্ত জ্বলে,
প্রদীপ জ্বলে অন্ধকারে,
আমি জ্বলি কৃত কর্মে,
মানুষ ভাবে এক হয় আর এক।
প্রকৃতির রূপ, চিন্তার উন্মেষ এ
এক অদ্ভুত নিদর্শন,
খুঁজে ফিরে যার যার মতন।
কখনো মিলবে আবার কখনো মিলবে না।
প্রকৃতির নিয়মে সময় কারো জন্য
কিছুই থেমে থাকে না।