আমার মনে হয়, মানুষের জীবন ত্রিকোণ আকৃতির
প্রত্যেক কোনই ৩০ ডিগ্রি সম হারে বিভক্ত..........!
বাল্য কাল, যৌবন কাল আর বৃদ্ধ কাল
প্রত্যেক কালে সুখ, দুঃখ, হাসি কান্নায় ভরা।
জীবন চক্রের প্রতিটি কোনে
স্মৃতির পাতায় চাপা পড়ে আছে...........
ছোট ছোট চাওয়া পাওয়ার আকুতি যা
কোন দিন পুরন হবার নয়! হারিয়ে গেছে জীবন থেকে!
এই যে আমরা মানুষেরা গৃহ-পালিত
কি নর-কি নারী সাপের খোলসের মত বদ্লায়
কেউ স্বাধীন নয়, একজন অপর জনের উপর নির্ভর শীল
ইচ্ছা করলেও মুক্তির কোন পথ নাই।