প্রতিদিন মানুষ একটু একটু করে
মৃত্যুর স্বাদ গ্রহণ করছে!
প্রশ্ন হলো কেমন করে, অদ্ভুত কথা
পৃথিবীতে অনেক ধর্মের মানুষের বসবাস
সকল ধর্মের দুটো দিক আছে এবং সবাই
তা বিশ্বাস করে ও মেনে চলে।

এখন প্রশ্ন হলো বিশ্বাস দুটো কি কি ?
এক.-মানুষ পৃথিবীতে সৎ থাকলে ও ভাল কাজ  
করলে পরকালে স্বর্গ বা বেহেস্ত পেতে পারে।
দুই.-মানুষ পৃথিবীতে খারাপ কাজ ও অসত
থাকলে নরকে ও যেতে পারে।
পরকালে স্বর্গে যাওয়ার জন্য বর্তমানে কে
ভুলে আমরা যায় কি !

মানুষ অবিনশ্বর নয়, নিদিষ্ট সময়ের পর
মৃত্যু কে মেনে নিতে ই হবে এর কোন বিকল্প
পথ নেই। এই জন্য সৃষ্টিকর্তা নিয়ম বেঁধে
প্রতিদিন মৃত্যুর মহড়া করায় পৃথিবীর প্রতিটি
মানুষের ঘুমের মাঝে ! ঘুমন্ত মানুষের কোন
স্বাভাবিক সেন্স থাকে না।

মানুষ মৃত্যুর কোলে ঢুলে পড়লে তার শ্বাস
প্রশ্বাস বন্ধ হয়ে যায় আর চৈতন্য ফিরে আসে
না কিন্তু ঘুম শেষ হলে চৈতন্য ও স্বাভাবিক সেন্স
ফিরে আসে। ঘুমের মাঝে প্রতিটি মানুষ একটু
একটু করে দুনিয়াতে মৃত্যুর মহড়া স্বাদ গ্রহন করে।