প্রতি বৃহস্পতিবার গড়াই ও পদ্মা নদী পারা হই ইঞ্জিনের নৌকায়
নৌকা যখন ছুটে চলে ঢেউ র বিপরীতে ! ভাবি ;
জীবনের চলার পথ ঠিক এমনি !
যে যার উদ্দেশ্যে হাজারো যাত্রী পরা পার হয়
কিন্তু বিপদ জেনেও ঘাটের মাঝি দিনে রাতে
কত বার যাওয়া আসা করে কেউ মনে রাখে না।
সময় ছুটছে সময়ের পিছে দিন যায় রাত আসে
নতুন দিনের সন্ধানে বৈরী আব হাওয়ায় নৌকা ছুটে
চলেছে গন্তব্যে চারিদিক অন্ধকার করে মেঘ ঢেকে আসে আকাশ !
নৌকা মাঝ নদীতে মাঝি সকলকে সচেতন করে
কেউ ভয় পাবেন না ঝড় বৃষ্টি আসছে নৌকা যে কোন মুহূর্তে ডুবে যেতে পারে,
যাত্রীরা সৃষ্টিকর্তার কাছে আকুতি করছে এ যাত্রা বেঁচে যাবার !
কিন্তু নৌকার মাঝি ঠাঁই বৈঠা হাতে নিশ্চুপ বসে থাকে
তার কোন প্রতিক্রিয়া না দেখে কৌতূহলে জিজ্ঞাসা করা,
মাঝি উত্তরে বলল আমি বিচলিত হলে যাত্রীরা ভিত হবে,
নৌকা আর কিনা রায় ভিড়বে না।
আমি এই কর্মকে ভালবাসি এটা আমার রুটি রুচির আঁধার
প্রাণের মায়া তুচ্ছ করে ছুটে চলি দিন রাত, থাকি অবিচল,
সব দয়ালের ইচ্ছা !!