বেহিসাবী বাউলা বাতাস লাগছে আমাদের গায়
শত চেষ্টা তে ও বুঝানো যায় না ঠেকানো বড় দায়
ওরে আমার বাউলা বেহিসাবী বাতাস রে।
আগা নাই মাথা নাই দেহ ধরে করছে টানা টানি
নিয়মের দলিল অনিয়ম করে চলছে আমরা জানি
রে-ভাই আমরা সকলে জানি!
সোনার বাংলা দেশটি আমার জন্মের নাড়ি পোতা
যতই তোমরা হানাহানি কর
ভুলানো যাবে না বঙ্গবন্ধু ছাড়া !
রাজা যাবে রাজা আসবে ইতিহাস যাবে রয়ে
ঠিক কেমন করে মুছবে তারে তোমরা গায়ের জোরে
মুক্তি যুদ্ধে দেশের জন্ম তরুনেরাই করবে ঠিক!
রাজনীতিতে আজ যারা শক্র হয়ে যায়
কালকে হয় বন্ধু
হাসি মুখে মসনদ ভাগাভাগি করে মনে বড় সুখ
শহীদের কথা কেউ মনে রাখে না
ইতিহাস বলে দেয় যুগ যুগ।