জন্মিলে মরিতে হবে ধ্রুব সত্য
বদলানোর কোন উপায় নাই,
নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে আসা
স্বার্থ, লোভ, জিঘাংসা নিজের মত করে
পাওয়ায় মত্ত হয়ে পড়ি!

মনুষ্যত্ব হারিয়ে অন্যকে বাঁচার অধিকার
থেকে বঞ্চিত করি। প্রয়োজনে নিজেকে নিয়ে যায়
জল্লাদের ভূমিকায় ধর্মের বিরুদ্ধে কথা শুনে!

কোন ধর্মই হিংসা কে প্রশ্রয় দেয় না..........
আমরা যারা অতি ধার্মিক, বিবেক বিবর্জিত
অন্যের কথা কানে তুলে নাচা নাচি করি,
তারাই যে কোন দুর্ঘটনা ঘটাতে পারে।

আমার দেশ সকল ধর্মের লোকের বাস
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধর্মে ধর্মে হানাহানি,
খুন-খারাবি পৌষাচিক কাজ করতে বিন্দুমাত্র সময় নেয় না।
ধর্মের সহবত মানি না আমরাই শ্রেষ্ঠ বলে মনে করি।