শেখার কোন বয়স নাই
জানার কোন সময় নাই
শেখা বা জানার জন্য হৃদয়ে
ক্ষুধা থাকতে হয়!

সময় টা চলছে মেকী, না জেনেও
জানার ভান! জ্ঞানের কোষ বন্ধ
পরিশ্রম ও সাধনার ইচ্ছে নাই।

জ্ঞানের ভাণ্ডার সমুদ্রের মতন
যত বেশী ব্যবহার করা যায় ততোই
বৃদ্ধি পায়! নিজের প্রতি আস্থা ও
আত্ম-বিশ্বাসী হয়ে উঠে !

এই ঘুণে ধরা সমাজে দুর্বৃত্তের
দৌরাত্ম্য, টাকা পয়সা, ধন-দৌলতের
মোহে অন্ধ, জ্ঞান চর্চার বদলে
জ্ঞানী লোক কিনে নেয়ার মানুষিকতা
বেশী!

পৃথিবীটা একদিন জ্ঞান শূন্য মানুষের
সংখ্যা হবে বেশী, ধ্বংসের দ্বার প্রান্তে
দাঁড়িয়ে লোভ-লালসার প্রতিযোগীতায়
মেতে থাকবে, পৃথিবী হবে ধ্বংস।