তাল গাছে সারি সারি
গগন পুর গ্রাম........
গাছপালা সবুজের মেলা
মাঝে আসমান.........
পশু পাখির মধুর ডাক
আসে চার পাশ.....
মন যায় সাত আসমান
যদি জ্ঞান থাকে
আঞ্চলিক ভাষায় কথা বলে
কানে ভেসে আসে।
এ গ্রাম ঐ গ্রাম বেড়িয়ে যেন সুখ
উঠোনে ভরা ফসলের স্তূপ,
কৃষাণ কৃষাণীর গরু ছাগলের জয়গান
দেখে মনে হয় আনন্দ ভরা প্রাণ।
সরু সরু রাস্তা ঘাট আর
ছোট ছোট ঘর বাড়ী,
দেখে যেন মনে হয়
জলছাপে আঁকা চিত্রকরের ছবি।