মন খেয়ালে ছুটে চলেছি ভুবন তরীর বাটে,
মেঘলা আকাশ মেঘের চাদরে ঢাকা
পথের ধারে সবুজ মাঠ মন যে কেমন করে
দক্ষিণা বাতাসে ধানের ক্ষেত হেলে দুলে নাচে
ঢেউ র তালে তালে, মন যে উচাটন করে।
তাল গাছের লম্বা সারি আকাশ পানে চেয়ে
দাঁড়িয়ে সারি সারি, বাবুই পাখির ঝুলন্ত বাসা
তাল পাতায় ঝুলে, মনের আনন্দে বাবুই পাখি
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে, মন বসে না ঘরে।
ভোরের সূর্য আকাশ ফেড়ে উঠার চেষ্টায় অবিরত
মেঘের চাদর চেপে ধরেছে রক্তিম আভা ছড়িয়ে,
হৃদয় হরণ করে ভুবন প্রকৃতির শোভা ছড়িয়ে
রাখাল বালক ছুটছে মাঠে লাঙ্গল জুুঁয়াল কাঁধে
প্রকৃতির সাথে মানব প্রেম জনম জনম ধরে
গাঁয়ের ছেলে মন ছুটে যায় মায়ের খোলা আঁচলে।