গাধী মারা দুপুরে রোদের প্রদীপ নিভু নিভু
প্রকৃতি কেমন যেন মন মরা হয়ে আছে
ভর দুপুরে সান্ধ্য কালীন পূর্বাভাস অপূর্ব ক্ষণ
বৈশাখের প্রভাব প্রকৃতি কে মাতাল করে তুলেছে!
ছিমছাম ডু-প্রেলেস্ক কুটির চারিদিকে আম জাম
নারিকেল আরো হরেক রকম গাছ ও ফুলের সমাহার
বসতবাড়ি যেন অপরূপ রূপে সেজে উঠেছে
এ যে আমার গাঁ আমার প্রেম ভালবাসার তীর্থ স্থান।
কবির ভাষায় বলতে চাই, বাংলার রূপ আমি দেখিয়াছি
তাই তো প্রথিবীর রূপ আমি দেখিতে চাই না আর।
পথ খোলা পথিক আমি পথ হারিয়ে বসে আছি ইত্যাদি
প্রকৃতি মন আমার নিয়ে গেছে কোন এক অজানায়।
বাড়ীর পাশ দিয়ে নিজের মত করে ইছামতি নদী চলে গেছে
নদীর দুই ধারে সবুজ পোয়াতি ধানের মাঠ পাখ-পাখালিদের সমাবেশ
আর অভিমান ভরা প্রকৃতি যেন নিজেকে হারিয়ে ফেলেছে ।
তাই তো বার বার ফিরে আশি আমার গাঁ, আমার জন্মভূমির কাছে
তার কোলে মাথা রেখে মরিবার ও ইচ্ছা জাগে মনে মনে ।