মনের আঙিনায় শরত এসেছে প্রকৃতির হাত ধরে
কাশ বনে ফুলের সমারোহ নদী আর ঝিলের পাড়ে.
দক্ষিণা বাতাসে কাশফুল হেলে দুলে নেচে উঠে
বকুল আর শিউলি ফুলের সুবাস ছড়ায় চারিদিকে!

ভালবাসা খুঁজে বেড়ায় মনের সুপ্ত বাসনা
উত্তর বিহীন প্রশ্ন গুলো ফিরে আসে মনের কোনে,
ভালবাসার কথা গুলো আধমরা হয়ে বেঁচে আছে
কান্না ঝরে বৃষ্টির মত বাসনা গুলো হয়ে উঠে তপ্ত দুপুর।

পূর্ণিমার রাতে আঁধারের ছায়া আলো ছাড়া জোনাকির
আগমন, বাঁশির সুরে শূর আছে, পাখিরা গান গায়,
শুধু বিরহের সুরে!

অপেক্ষার পালা ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যায়,
বড় কষ্ট হারিয়ে যাওয়া, ভালবাসা হীন বেঁচে থাকা
আবেগহীন এগিয়ে চলা, তবুও বেঁচে থাকতে হবে!
নিশ্চুপ একেলা, হয় তো ফিরে আসবে কোন এক
সন্ধ্যাবেলা।