কোথায় ছিলাম আমি, কোথায় যাব আমি
কোন এক ফাগুনের রাতে,
মাতৃগর্ভ অন্ধকার কুঠিরে, সৃষ্টির বার্তা
কর্ণ-কুহু রে ভেসে আসে দিঘল সেই
কুঠিরে বসে! মুক্তির আশায় প্রহর গুনে
চলেছি।
বিধাতার আর্শিরবাতে জীবনের মাহেন্দ্রক্ষণে
পা বাড়ায় ধরায়!
নতুন ভুবনে আসবো, নতুন আশায়, সদ্য
ফোটা চেলী ফুলের মতন, গন্ধ বিলিয়ে সকলের
মুখে হাসি ফুটিয়ে বসন্ত কালে প্রেম ভালবাসার
প্রতিজ্ঞা নিয়ে! অবাক দৃষ্টিতে দেখবে বহুবার
মেলাবে নিজেকে, নতুন বৃক্ষের ছায়াতলে।
এই সুন্দর পৃথিবী যে মাটির তৈরি, ডাক পিয়নের
হলুদ খামে ভরা আসবে চিঠি, নিশ্চিত ফিরে যাব
মাটির কোলে, হারিয়ে যাব কালের গহ্বরে।