সৃষ্টিকর্তা আমি বাল্য কালে ফিরে যেতে চাই
বর্তমান বয়স একদম ভাল লাগে না।
কেমন যেন স্বার্থপর বয়স, আমিত্ব ভাব
চারিদিক থেকে ভেসে আসে কানে !
ধন, দৌলত, ক্ষমতা, লোভ-লালসা
এই বয়সে পেয়ে বসে, যা বাল্য কালে ছিল না।
মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন
স্বার্থের কারণে আলাদা।
বাল্য কালে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের
আদর যত্ন, স্নেহ ও ভালবাসায় আমি বেড়ে উঠেছি,
আমি আপ্লুত হয়েছি, নিজেকে ধন্য মনে করেছি,
তাদের নিঃস্বার্থ ভালবেসেছি কোন জড়তা ছিল না।
আজ সম্পদের গরিমায়, লোভ-লালসায়
আমি কেমন যেন অ-মানুষ হয়ে গেছি,
কাছের মানুষ দেখলেই স্বার্থপর মনে সন্দেহ জাগে,
কি অদ্ভুত! তারাই আমাকে লালন-পালন করেছে।
যৌবন আর মধ্য বয়সটা যেন বিপদ, নিজের করতে শেখায়,
তখনই স্বার্থপরতা দুয়ারে এসে দাঁড়ায়,
নারীর সংস্পর্শে আসলেই লোভ, ধন-দৌলত, টাকা পয়সা,
ক্ষমতার হাতছানি দেয়, মানুষ তখন অ-মানুষ হয়।