কত পাখি উড়ে যাচ্ছে
দূর আকাশে বহু দুরে,
কত প্রাণ যাচ্ছে ঝরে অকাতরে
কাল বৃক্ষের শুকনা পাতা,
স্মৃতির বাক্স উঠছে ভরে ভরে
বিদায় বেলায় কাছের মানুষ,
চক্ষু ভরে জলে।
তবুও নিঃশ্বাসে হিংসা, হৃদয়ে
বিদ্বেষ, ক্রোধের বিষবাস্প
ছড়াও, এ কেমন ফানুস।