পলাশ আর শিমুলের রং-এ
রাঙ্গিয়ে দিব তোমার মন
প্রিয়তমা ছেড়ে গেলে আমায়
আসবে তুমি কখন !
বলাকারা পাখা মেলে উড়ে
ঐ সুদূর নীল আকাশে
উড়ে যে আমার মন তোমার ভুবনে
জানি না থির হবে কখন !
প্রেমের প্রথম দিনে ফাগুন
এসেছে মনে,
ভাগাভাগি করে নিব প্রেম
মিলে মিশে হয়ে যাব একজন!
পরনে তোমার হলুদ শাড়ী
কপালে পলাশে র রং
চোখে মুখে ভালবাসা উঁকি
প্রেমের জলে হবে যে পরিণতি!