তেপান্তরের মাঠে দেখ পৌষ মাসের মেলা
সরিষার ক্ষেত হলুদ ফুলে জমিন করে উজালা
সুর্য কিরন সরিষা ফুলে মনে দিচ্ছে দোলা
দোয়েল শালিক ঝগড়া করে চোখে দেখি মেলা
মৌমাছির দল ফুলে ফুলে আনন্দে করে খেলা
এ যে আমার বাংলাদেশ সকলের তা জানা।
বাংলা আমার মায়ের ভাষা প্রমাণ করেছি বাহান্ন তে
বুকের তাজা রক্ত ঢেলে পিচ্ছিল করেছিল রাজপথে
বাধ্য করেছিল উর্দু ভাষা কে পাকিস্তানে ফিরে যেতে
ভাষার জন্য যুদ্ধ হয়েছে নজির নাই কোন দেশে
বাংলা ভাষা অংকার আমার বাঙ্গালীর ধমনীতে।
২৫ মার্চ’৭১ স্বাধীনতার যুদ্ধ শুরু ১৬ ডিসেম্বর’৭১ শেষ
স্বাধীন হলো বাংলা আমার শহীদ হলো বেশ,
ত্রিশ লক্ষ শহীদের রক্ত, দুই লক্ষ মা-বোনের ইজ্জত
পাক-বাহিনীর অত্যাচারে বাংলার মাটি হয়েছিল রক্তে লাল,
সমভ্রম হারানোর আত্ম-চিৎকার যুদ্ধ-বিধ্স্থ্য এই বাংলায়
উদিত হলো সবুজের বুকে লাল সূর্য আমার পতাকা!
এ যে আমার মানচিত্র, এ যে আমার পরিচয়,
এ যে আমার স্বাধীন বাংলাদেশ।
দেশ গড়ার শপথ নিয়ে জনগণ করলো মুক্তি পন,
পরাজিত শক্ররা মিলে হিংসায় করে কুট-কৌশল
শক্রদের সাথে হাত মিলায় ঘরের শক্র বিভিষন
৭৫’এর ১৫ অগস্ট’ জাতির পিতা কে করল হত্যা,
দেশ গড়ার চাকা পিছনে ঘুরে কালো মেঘের ঘনোঘটা,
হানাদারের বিষ-দাঁত দেশের মানচিত্র কামড়ে ধরে,
মুক্তিযোদ্ধা দের পায়ে শিকল, রাজাকারের হলো মুক্তি,
তাদের হাতে দেশের শাসন আলহামদুলিল্লাহ-ই যুক্তি !
৯০ সালে স্বৈরাচার পতন গনতন্ত্রের হয় মুক্তি,
নির্বাচনে ফিরে আসে পুরানো সেই মুফতি,
নব রূপে পুরাতন রাজাকার ই দেশের হর্তাকর্তা
বাংলার মাটিতে ধর্ম বুনে পর্দা হলো ত্রাণ কর্তা,
মনের কষ্ট বুকে নিয়ে ধর্ম-নিরপেক্ষ জনগণ
চেষ্টায় রত অহর-নিশি দেশ গড়ব আপন ক্ষন
তরুন সমাজের দিকে তাকিয়ে আছি মোরা,
যদি না হয় গনতন্ত্রের মুক্তি ইতিহাস করবেনা ক্ষমা।