প্রতি বছর ফেব্রুয়ারি মাসে শহীদ মিনারে ফুল দিয়ে আশি,
রাষ্ট্রীয় ভাবে দিন টি পালন করি,
বাংলা ভাষা কে কত ভালবাসি, কথায় কথায় ইংরেজী কব্জায়,
পারলে উর্দু বা হিন্দি বলি।
বায়ান্ন তে ফিরে গেলে বাংলা ভাষা কে অনুভব করি।
বাংলা আমার মায়ের ভাষা পশ্চিম পাকিস্থানীরা রুদ্ধ করে
বাংলার দামাল ছেলেরা প্রতিবাদে রাজপথে নেমে আসে ,
স্বৈরশাষক রাজপথের মিছিলে গুলি করে রক্তে রঞ্জিত করে।
বাংলা ভাষার জন্য প্রাণ কাঁদে শুধু ফেব্রুয়ারি মাসে
অন্য মাসে ভুলে যায়, কবিতা, গল্প, নাটক লিখি বাংলা ভাষায়
কিন্তু কথা বলার সময় ইংরেজী বলি, কথায় কথায় হয় ভুল,
না হয় উচ্চারণ, তবুও বলি!
আমরা অনুস্মরন, অনুকরণ প্রিয় প্রজাতি,
নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি, ভুলতে বসেছি, আমরা যারা
অভিভাবক সব সময় ব্যস্ত অর্থ আর বিত্ত বৈভব আহরনে,
ভুলেও ছেলে মেয়েদের কাছে আমাদের ইতিহাস বলি না
বরং বিজাতীয় অন্যের সংস্কৃতি কে উৎসাহিত করি।
বঙ্গভঙ্গ আন্দোলন, বায়ান্ন’র ভাষা আন্দোলন, উনসত্তর’র
গন-অভ্যুত্থান, একাত্তরে স্বাধীনতার আন্দোলন, নব্বই র
স্বৈরচার বিরোধী আন্দোলন ও বিভিন্ন সময় সাংস্কৃতিক
আন্দোলন বাঙ্গালীর পরতে পরতে ঐতিহ্য গত জড়িয়ে আছে,
গল্পের ছলে কখনো এগুলো সন্তানদের নিয়ে গল্প করি না!
তাহলে নব-প্রজন্ম কিভাবে শিখবে বা জানবে!
(কবিতাটি ২৮.০১.২২ইং তারিখে লেখা)