ঠাণ্ডা মাথায় বাড়ী থেকে বহিষ্কার করেছিল আমায়,
অপরাধ!!
অভিভাবকের অনিচ্ছায় বিবাহ বন্ধনে বাঁধা।

জীবনের বহু বছর কেটে গেল  
ছেলে আমার কলেজে পড়ে!
দাদাবাড়ী দেখে নাই, দেখার সাধ বলে আমায়।

অভিমান নয় ইগোকে বড় করে দেখেছে অভিভাবক,
ছোট বেলার স্মৃতি হৃদয়ে পীড়া দেয় আমার,
ইচ্ছেঘুড়িকে মনের সিন্ধু কে তালা দিয়েছি!
চেষ্টা করেছি বহুবার, কিন্তু ইগো থেকে বের করা সম্ভব হয়নি,
ব্যর্থ হয়ে বার বার ফিরে এসেছি ভগ্ন হৃদয়ে!

এখন আর অবশিষ্ট রইল না, একে একে মুরুব্বীরা শেষ
যাত্রা সম্পন্ন করেছে, কিন্তু ইগোটাকে ধরে রেখে,
আমায় বঞ্চিত করে রেখে গেছে ধরায়,
তবুও আমি স্মৃতি নিয়ে বেঁচে আছি!