মনে মনে ইচ্ছে করে আমার, সাগর হতে
ঢেউর উপর উঠে অজানা দুরে যেতে।
ইচ্ছে করে শংখ চিলের মত আকাশে উড়ি,
কখনো মনে হয় রংধনু হলাম না কেন?
পাহাড়ের চুড়ায় উঠে সারা পৃথিবী দেখতে
যাদুকর হতাম যদি নিমেষে ইচ্ছে গুলো
পুরুন করতাম!
ইচ্ছে জাগে মন-মাঝি হয়ে পাথারে নৌকা ছাড়তে,
হাবুডুবু খেয়ে জীবন মৃত্যু দোল খেতে,
মনটা কেমন বাঁধন হারা, কোথাও মন বসে না
মনের কি বা দোষ আমি যে মানুষ!
বিধাতা দিয়েছে মন কিন্তু সামর্থ্য অর্জিত হয়নি
এতো কিছু কি এক জনমে পুরুন হবার !
ইচ্ছে করে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা বারণ নয়!
স্বপ্ন গুলো পুরুন হবার নয়, তবুও দেখি
বার বার দেখি।