প্রতিদিনের মত মিঃ সুবোধ বাবু সকাল সাতটায়
অফিসে যায়, আজও তার বর্তায় ঘটেনি
ঢাকা শহর বস বাসের অযোগ্য হয়ে গেছে
বায়ু দুষুন, শব্দ দুষুন, রাস্তায় জ্যাম,
রাজনৈতিক অবরোধ নিত্য নতুন লেগে ই আছে।
মেগা-সিটির এই রাজধানী সকল অফিসের কেন্দ্র বিন্দু
কাজের সুযোগ বেশী বাধ্য হয়ে
মানুষ সকল সমস্যা কে মেনে নিয়েই রাজধানী
শহরে বসবাস করে।
হাজার হাজার মানুষ রাস্তায় যার যার উদ্দেশ্যে ছুটে চলা,
অফিস শেষ করে সুবোধ বাবু বাসার উদ্দেশ্যে রাস্তায়
শাহাবাগের মোড়ে গাড়ীর উদ্দেশ্যে অতিরিক্ত যাত্রী বোঝাই
গাড়িতে উঠতে গিয়ে পড়ে যায় রাস্তায়।
গাড়িতে গাড়িতে যাত্রীরা জন্য প্রতিযোগিতা
পিছন থেকে আর এক গাড়ি বাবুর উপর দিয়ে
চলে গিয়ে জীবন প্রদীপ নিভে গেল।
স্ত্রী তার স্বামীকে ছেলে মেয়ে তাদের বাবাকে,
মা তার সন্তানকে, পরিবার তাদের অভিভাবক হারাল,
কে মৃত্যুর দায়িত্ব নিবে !
এভাবে আর কত প্রাণ অকালে ঝরে যাবে বিচার হীন
কাকে কে নালিশ করবে! ধরা পড়ার পর আইনের
ফাঁক-ফোকর দিয়ে হত্যাকারী স্বাভাবিক জীবনে,
কিন্তু সুবোধ বাবু আর কোন দিন ফিরে আসবে না।