সনাতনদের দুর্গা পূজা এলো আশ্বিন মাসে
চারিদিকে শীতের আমেজ পাই না কেন খুঁজে !
শরত কালে শিশির ভেজা দূর্বা ঘাসের শিরে
খালি পায়ে কলসি কাঁকে গাঁয়ের বঁধু পুকুর ঘাটে
জলে আনিতে যায়!
দুর্গা পূজোয় ঢাকের বাড়ী ঢেম-কুরা-কুর-কুর
কাঁসর বাজে ছনাৎ ছন,
ধুপের ধুঁয়া গায়ে মাখি শরত ভোরে বার্তা দিল
মা দুর্গা’র আগমনী।
ঠাকুর মশায় মন্ত্র পড়ে আরতি দেয় হেলে দুলে,
মা দুর্গা মন্ডবে বলে, বেল পাতা জবা ফুল দূর্বা হাতে
চলছে উলু-ধ্বনি!
দলে দলে দর্শনার্থী বাহারি পোশাক পরে
দুর্গা মাকে দর্শন করে, উপোষ ভাঙ্গে অঞ্জলি খেয়ে!
দর্শনার্থী’রা পবিত্র মনে দেহ, মন, আত্মা সম্প্রদানে
ভক্তি করে আশিস পাবার আশে,
বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি ?